হোম > রাজনীতি

প্রশাসনে সর্ষের ভূত আছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারের প্রশাসনে ‘সর্ষের ভূত’ আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এই সভার আয়োজন করে। 

প্রশাসনের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে সেলিমা রহমান বলেন, ‘এখনো কিন্তু ষড়যন্ত্রের শেষ হয় নাই। আজ ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নানা ষড়যন্ত্র করছেন। তাঁর যে দলবল লুকিয়ে আছে, সে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে। তাদের এখনো পর্যন্ত বের করছে না।’ 
 
বিএনপির এই নেত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘একটা কথা বলা হয় যে ৬২২ জন ছিল বোধহয় সেনাবাহিনীর অধীনে। এঁরা কোথায় গেল? এত এমপি ও মন্ত্রী—অনেককে পার (দেশের বাইরে) করে দিয়েছে। কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে।’ তিনি বলেন, ‘আজ পোশাকশিল্পে অস্থিরতা। এসব কারা করছে? করছে ‍যাদের প্রচুর টাকা আছে, তারাই ষড়যন্ত্রকারী। আমাদের সজাগ থাকতে হবে।’ 

দলের নেতা–কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আমি বিএনপির নেতা-কর্মীদের বলব, তারা ১৬টা বছর কষ্ট করেছে, নির্যাতন-জেল-জুলুম ভোগ করেছে। আরও কিছুদিন কষ্ট করতে হবে। আরও আন্দোলন চালিয়ে যেতে হবে।’ 

তিনি বলেন, ‘আমরা কারও ওপর অত্যাচার করব না, অন্যায় করব না, আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে যে যার যেখানে কর্তব্য, যার যেখানে কাজ—বাংলাদেশের যে মূল্যবোধ ছিল, যে ঐতিহ্য ছিল বড়দের সম্মান করা, সততা বজায় রাখা—সেটাকে ফিরিয়ে এনে আপনারা কাজ করুন।’

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সৈয়দা নীলিমা দোলা

‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বলা বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী