হোম > রাজনীতি

‘খালেদা জিয়ার উপস্থিতি গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে—বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন নিরাপদে দেশে ফিরবেন—এমন প্রত্যাশা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রে উত্তরণের পথে বিএনপির চেয়ারপারসনের দেশে ফিরে আসা তাৎপর্যপূর্ণ।

আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এটা আমাদের জন্য, জাতির জন্য আনন্দের দিন। আমাদের গণতন্ত্রে উত্তরণের যে সময়টুকু, সেই সময়ে তাঁর উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, তাঁর দেশে ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথকে আরও সহজ করবে। দেশকে বৈষম্যহীন একটি পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহায়তা করবে।’

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন খালেদা জিয়া। গতকাল সোমবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান। কাতারের দোহায় যাত্রাবিরতি করে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। তাঁর সঙ্গী রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

আরও খবর পড়ুন:

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে বিশেষ দোয়া

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে