হোম > রাজনীতি

জিএম কাদেরকে দায়ী করে প্রার্থী না হওয়ার ঘোষণা রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার রাতে গুলশানের বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

ভোটে অংশ না নেওয়ার কারণ হিসেবে রওশন এরশাদ অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু তাঁকে সহযোগিতা করছেন না। দলের পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তাঁর। 

এর আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠকের আগে রওশন এরশাদের নির্বাচনী আসন ময়মনসিংহ–৪–এ প্রার্থী হিসেবে আবু মুসা সরকারের নাম ঘোষণা করে জাতীয় পার্টি। 

গুলশানের বাসায় বৈঠকের পর ব্রিফিংয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা–কর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। এ অবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান