হোম > রাজনীতি

জিএম কাদেরকে দায়ী করে প্রার্থী না হওয়ার ঘোষণা রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার রাতে গুলশানের বাসভবনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

ভোটে অংশ না নেওয়ার কারণ হিসেবে রওশন এরশাদ অভিযোগ করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু তাঁকে সহযোগিতা করছেন না। দলের পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তাঁর। 

এর আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠকের আগে রওশন এরশাদের নির্বাচনী আসন ময়মনসিংহ–৪–এ প্রার্থী হিসেবে আবু মুসা সরকারের নাম ঘোষণা করে জাতীয় পার্টি। 

গুলশানের বাসায় বৈঠকের পর ব্রিফিংয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমান নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা–কর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। এ অবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা