হোম > রাজনীতি

আ.লীগ উপকমিটির সদস্য হতে চাইলেন মাহী, কাদেরের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহী। তৃণমূলে করেছিলেন গণসংযোগ। শেষ পর্যন্ত মনোনয়ন পাননি ঢালিউডের এই নায়িকা। এবার তিনি দলটির সংস্কৃতিবিষয়ক উপকমিটিতে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 

আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেই তিনি তাঁর এই আগ্রহ প্রকাশ করেন। 

এ ব্যাপারে মাহিয়া মাহী গণমাধ্যমকে বলেন, ‘আমি এবং আমার স্বামী আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করতে। নির্বাচনের আপডেট জানাতে গিয়েছিলাম। এ সময় সংগঠনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে আরও অনেকে ছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন, আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সংস্কৃতি উপকমিটিতে রাখা যায় কি না…। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের স্যার বলেছেন, বিষয়টি তাঁরা দেখবেন।’

মাহীর স্বামী রাকিব সরকার বলেন, ‘আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মাহিয়া মাহী। তাঁকে এলাকার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। এ ছাড়া মাহীকে কোনো পদে রাখা যায় কিনা, সেটিও আলোচনায় উঠে এসেছে।’

এ বিষয়ে জানতে চাইলে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এমন কিছু জানা নেই বলে গণমাধ্যমকে জানান।

লেটার টু তারেক রহমানসহ বিএনপির পাঁচ নির্বাচনী কর্মসূচি

ক্ষমতায় গেলে খাল সংস্কারসহ মিরপুরবাসীর জন্য যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১ হাজার টাকার ঘুষ লাগবে না তো—প্রশ্ন নাহিদের

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে: তারেক রহমান

আগেই নিজ থেকে ভালো হয়ে যান—সন্ত্রাসী-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

স্বৈরশাসন-চাঁদাবাজির নীতিতে যাঁরা আসতে চান, জনগণ তাঁদের লাল কার্ড দেখাবে: এহসানুল মাহবুব জুবায়ের

মিরপুরে জামায়াত আমিরের সমাবেশ, বাড়ছে লোকসমাগম

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

ধানের শীষের আমলে কেউ গুম হয়নি: তারেক রহমান

‘যেসব দল–ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে’