হোম > রাজনীতি

আওয়ামী লীগও সমাবেশ করবে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বৃহস্পতিবারের বিএনপির মহাসমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির ঘোষণার পর আওয়ামী লীগও শুক্রবার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। 

মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘পুরোনো বাণিজ্য মেলার মাঠ ব্যবহার উপযোগী না। পূর্ত (গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়) আমাদের কাছে এক দিন সময় চেয়েছে, সময় দিলে তারা মাঠটা ঠিক করে দিতে পারবে। এ কারণে আমাদের বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত শান্তির সমাবেশ শুক্রবারে নেওয়া হয়েছে।’

পুরোনো বাণিজ্য মেলার মাঠে কয়েক দিন আগে বৃক্ষমেলা হওয়ায় খানাখন্দ হয়েছে বলে দাবি করেন সাচ্চু। তিনি বলেন, কয়েক দিন আগে এখানে বৃক্ষমেলা হয়েছিল। এখানে খানাখন্দে ভরা। আসলে এই রাতের ভেতরে এগুলো ঠিক করা সম্ভব নয়। এই গর্তগুলো ভরাট করতে মাঠগুলো ঠিক করতেই গণপূর্ত মন্ত্রণালয় এক দিন সময় চেয়েছে। 

সাচ্চু বলেন, ‘আমাদের প্রস্তুতি ছিল ৩ থেকে ৫ লক্ষ ছাত্র, যুবকদের সমাবেশ করা। মাঠটা আমাদের জন্য উপযোগী বলে আমি মনে করি। এখানে সবাই একত্রিত হতে পারবে। সমস্যা হচ্ছে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে, তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে। এখন কষ্ট হলেও তাদের মেসেজের মাধ্যমে বলছি আগামীকাল নয়, শুক্রবার বেলা ৩টা সমাবেশ অনুষ্ঠিত হবে। এই মাঠের অনুমোদন পেয়েছি।’

এ ছাড়া আজ বুধবার রাতে পুরোনো বাণিজ্য মেলা মাঠ পরিদর্শনে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতারা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী না হওয়ায় আগামীকালকে সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।’

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত