হোম > রাজনীতি

কুসিক নির্বাচন: ইমরানকে ঢাকায় তলব করছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান ও তাঁর বোন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে ঢাকায় তলব করেছে দলটি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাঁদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। 
 
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি আজকের পত্রিকা’কে বলেন, ‘আমি তাঁদের ডেকেছি। আশা করতেছি ঠিকঠাক করতে পারব।’ 

নাছিম বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় দল, জনমানুষের দল। অনেকের চাওয়া-পাওয়া থাকতে পারে, প্রার্থী হতে পারেন, তবে দিন শেষে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না।’ 

উল্লেখ্য, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য কুসিক নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেয় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। দলীয় সমর্থন না পেয়ে কুমিল্লা আওয়ামী লীগের নেতা প্রয়াত আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। 
মাসুদ পারভেজ খান ইমরানের বাবা আওয়ামী লীগ নেতা আফজল খান ও তাঁর বোন আঞ্জুম সুলতানা সীমা ২০১২ ও ২০১৭ সালে দলের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। দুইবারই বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর কাছে তাঁরা পরাজিত হন। আঞ্জুম সুলতানা সীমা বর্তমানে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য। আগামী ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ। স্থানীয় নেতাকর্মীরাও এতে বিভক্ত। তাই নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করতে ইমরান ও সীমাকে ডাকা হয়েছে। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

এ বিষয়ে মাসুদ পারভেজ খান ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে নাসিম ভাই গতকাল রাতে কল দিয়ে বলেছেন ওনার সঙ্গে দেখা করতে। এখন ঢাকায় আসতেছি।’ 
 
মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করলে আপনি কী সিদ্ধান্ত নেবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন ডাকছে সেটা আগে জানি। তারপরে বলতে পারব। নির্বাচন ছাড়া অন্য বিষয়েতো ডাকতে পারে।’ আঞ্জুম সুলতানা সীমাও ঢাকায় যাচ্ছেন বলে জানান তিনি। 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ