হোম > রাজনীতি

হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সাংসদ পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

গত ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণ-সমাবেশে যোগদানের সময়ে সন্ত্রাসী হামলার শিকার হন শাহজাহান খান। তাঁর দুটি কিডনি অকেজো হয়ে যায়। মুমূর্ষু অবস্থায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে আনা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাহজাহান খানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে শাহজাহান খানের মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘চলমান আন্দোলনে এরই মধ্যে বিএনপির ৭ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন, ২ জন্য প্রাণ হারিয়েছেন আওয়ামী নির্যাতনে। আর আজ তাদের নির্যাতনে শাহজাহান খান প্রাণ হারালেন।’ 

মির্জা ফখরুল আরও বলেন, ‘অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি আন্দোলনের মধ্য দিয়ে শাহজাহান খানদের রক্তের ঋণ শোধ হবে।’ 

এ সময় শাহজাহান খননের মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক, রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনাও জানান বিএনপি মহাসচিব। 

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়