গত এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগের উপসর্গ বেড়েছে। এ জন্যই চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুধবার (৯ আগস্ট) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান। এ সময় দেশে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় পর্যাপ্ত চিকিৎসা নেই বলেও দাবি করেন তিনি।
এর আগে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। এরপর সবশেষ শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়ার রোগের উপসর্গ বেড়ে চলেছে। এর জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয়। তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে, আরও কিছু পরীক্ষা হবে। পরীক্ষার রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড বসে চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া দরকার। তাঁর রোগের চিকিৎসা বাংলাদেশসহ আশপাশের কোনো দেশে নেই। উন্নত দেশে নিয়ে চিকিৎসা করাতে হবে।