হোম > রাজনীতি

ফ্লাইট বিলম্ব, এখনো দেশ ছাড়ার অপেক্ষায় মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্লাইট বিলম্বের কারণে এখনো দেশ ছাড়ার অপেক্ষায় বিমানবন্দরে রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। 

কানাডা যাওয়ার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিনাবন্দরের ভিআইপি টার্মিনালে রাত ৯টা ১০ মিনিটে পৌঁছান ডা. মুরাদ হাসান। তাঁর বিমানবন্দরে পৌঁছানোর খবর নিশ্চিত করেছিল অভিবাসন পুলিশ। তিনি এমিরেটস-ইকে ৮৫৮৫ এয়ারলাইনসে কানাডায় যাবেন বলে কথা ছিল। তাঁকে বহনকারী ফ্লাইটটি ১১টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা পিছিয়ে রাত ১ টায় ছাড়বে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।  

নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের অডিও-ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে চাপে ছিলেন মুরাদ হাসান। এ নিয়ে ব্যাপক সমালোচনার ‍মুখে মঙ্গলবারের মধ্যে মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মঙ্গলবার দুপুর ১২টায় নিজের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে পদত্যাগপত্র ই-মেইল করেন তিনি।

এরপর সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের নিয়োগের অবসান করে প্রজ্ঞাপন জারি করল।

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু