হোম > রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে শোকজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ জবাব আগামী ১৫ মে এর মধ্যে লিখিতভাবে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরে এ কারণ দর্শানো নোটিশ রিয়াজ উদ্দিন রিয়াজকে পাঠানো হয়। চিঠির পাওয়ার কথা নিশ্চিত করেছেন রিয়াজ উদ্দিন রিয়াজ। 

সেখানে বলা হয়, সাম্প্রতিককালে আপনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার ও সমালোচনার জন্ম দিয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর দায়ভার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কোনোভাবেই বহন করবে না। 

এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার (রিয়াজ) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক উপযুক্ত ও যথার্থ যুক্তিযুক্ত কারণসহ আগামী ১৫ মেয়ের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হলো। 

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও প্রকাশ হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে বহিষ্কার করে সংগঠন। এ বিষয়ে চামেলীর সঙ্গে রিয়াজ উদ্দিন রিয়াজের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। যেখানে বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াজকে আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়। তবে ফাঁস হওয়া অডিও তার নয় বলে গণমাধ্যমের কাছে দাবি করেন রিয়াজ উদ্দিন রিয়াজ।

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা