হোম > রাজনীতি

আন্দোলনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে। আজ মঙ্গলবার থেকে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে এসব আলোচনায় ডাকা হবে এবং আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।’ 

আজ প্রথম দিন নাগরিক ঐক্যের সঙ্গে বসার মধ্য দিয়ে এই আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছে দলটির একটি সূত্র। আলোচনার জন্য বিএনপির পক্ষ থেকে কয়েকটি টিম গঠন করা হয়েছে বলেও জানায় সূত্রটি। 

সংবাদ সম্মেলনে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলাই এই আলোচনার মূল উদ্দেশ্য। আমাদের পক্ষ থেকে মূল দাবিগুলোর মধ্য রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং এরপর পুনর্গঠিত নির্বাচন কমিশনের (ইসি) মাধ্যমে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। এসব বিষয় নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে আন্দোলনের দাবি ঠিক করব। ওই দাবিগুলো নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হবে।’ 

‘কোনো জোট করছি না আমরা’—এমনটা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে আমরা আন্দোলনের একটা ধরন ঠিক করার চেষ্টা করব।’ 

 ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২০ দলীয় জোট বিলুপ্ত করি নাই। এই জোটের বিষয়েও আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যফ্রন্টের বেলাতেও একই কথা।’ 

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত