হোম > রাজনীতি

আলোচনার জন্য কাউকে ডাকা হচ্ছে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা যা করি প্রকাশ্যে করি। গণতন্ত্রে ব্যাক ডোরে আলোচনা হয় না। আলোচনা হলে প্রকাশ্যেই হবে। তবে সেই সুযোগ এখনো দেখছি না।’

আজ সোমবার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপিকে নির্বাচনে আনতে কোনো আলোচনা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কাউকে আলোচনার জন্য ডাকছি না। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সংকট আমাদের দেশে নতুন নয়। কালো মেঘ ঘনীভূত হলেও তা কেটে গেছে। আমি আশাবাদী মানুষ। আমি মনে করি, এ সংকট কেটে যাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দুনিয়ার বিভিন্ন দেশে গণতন্ত্র আছে, নির্বাচন আছে। সরকার আছে, বিরোধী দল আছে। কিন্তু বাংলাদেশে এমন কিছু ঘটেনি—যার জন্য যে সংবিধান আছে, সেই সংবিধান পরিবর্তন করতে হবে। কোনো প্রকার বিকল্প প্রস্তাব কারও অনুকূলে সমর্থন করার সুযোগ নেই। আমরা কোনো পরিস্থিতিতে সংবিধানের প্রশ্নে ছাড় দেব না। সংবিধানের মধ্যেই সমাধান খুঁজতে হবে। এর বাইরে কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না। সংবিধান পরিবর্তন করে নির্বাচন করতে হবে, সেই সংকটে আমরা পড়িনি।’

বিএনপি এখন নিঃশব্দ মানববন্ধন কর্মসূচি শুরু করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন বাস্তবে যত গর্জে, ততটা বর্ষে না। কারণ, তারা ছিল একটি গণ-অভ্যুত্থানের আশায়। সেখান থেকে নেমে এল নীরব পদযাত্রা। এখন তারা সেখান থেকে নিঃশব্দ মানববন্ধনে নেমে এসেছে। তাদের আন্দোলনের গতি দেখলে বোঝা যায়, তারা যতটুকু জনগণের অংশগ্রহণ আশা করেছিল—তা হয়নি।’ 

জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো গণ-আন্দোলন সম্ভব না। তাই বিএনপির আন্দোলনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না আওয়ামী লীগ। দলটির রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বলে জানান তিনি।

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কারা উসকানি দিয়েছে? এর মধ্যে যারা অ্যারেস্ট হয়েছে, তাদের (বিএনপি) নেতাও আছে।’

অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) যে স্বাভাবিক পথে যেতে চায় না। তাদের আন্দোলনে ভাটা নেমেছে। সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কি না—সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে।’

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান