হোম > রাজনীতি

পীরগঞ্জে সহিংসতাকারীরা চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে লুটপাটের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, ইতিমধ্যে ৪৫ জনকে ধরা হয়েছে। 

সচিবালয়ে আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত একটা টিনএজ ছেলে কাবা শরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছায় বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোক স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করে ছেলেটি যেখানে থাকত সেখানে অভিযান চালায়, তবে ছেলেটিকে পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে। সেখানে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা ৯০টির বেশি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুর করেছে। রাতেই ঘটনার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‍্যাব ও বিজিবি সেখানে গিয়েছে। সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরেও আকস্মিকভাবেই দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। জীবনহানি না হলেও সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে। জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে ধরা হয়েছে এবং আরও কয়েকজনকে ধরার জন্য চেষ্টা চলছে। 

পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসন তাদের নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। সেখানকার এমপি স্পিকার, তিনিও উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের বাড়ি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যার যা প্রয়োজন দেওয়া হবে। শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেব।’ 

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা