হোম > রাজনীতি

খালেদা জিয়ার বিদেশযাত্রার ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের অভিমত সম্বলিত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোববার আইন ও বিচার বিভাগের সচিবের দপ্তর থেকে এ সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আইন সচিব গোলাম সারওয়ার সাংবাদিকদের জানান, সকাল ১০টায় তাঁর একান্ত সচিবরে মাধ্যমে স্বরাষ্ট্র সচিবের কাছে ফাইলটি পাঠানো হয়েছে।

তবে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী তাঁর অভিমতে কি জানিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি সচিব।

দণ্ড স্থগিত করে সাময়িক মুক্তিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে তাঁর পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়। এ বিষয়ে মতামত দিতে সেই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।

দুর্নীতির মামলায় দণ্ড পেয়ে জেলে ছিলেন খালেদা জিয়া। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে খালেদার পরিবারের আবেদনের ভিত্তিতে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়। পরে একইভাবে আরও ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। দেশে চিকিৎসা নেওয়ার শর্তে সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছিল।

জেল থেকে মুক্তি পেয়ে গত বছরের ২৫ মার্চ থেকে গুলশানের বাসায় ছিলেন খালেদা। সেখানেই কোভিড-১৯ এ আক্রান্ত হন তিনি। গত ১১ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লেও তার লক্ষণ-উপসর্গ ছিল না বলে তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এরপর ২৭ এপ্রিল রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নিলে সেখানে তাকে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত সোমবার তাকে সিসিইউতে নেওয়া হয়।

আরও পড়ুন:

আগেই নিজ থেকে ভালো হয়ে যান—সন্ত্রাসী-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর

স্বৈরশাসন-চাঁদাবাজির নীতিতে যাঁরা আসতে চান, জনগণ তাঁদের লাল কার্ড দেখাবে: এহসানুল মাহবুব জুবায়ের

মিরপুরে জামায়াত আমিরের সমাবেশ, বাড়ছে লোকসমাগম

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

ধানের শীষের আমলে কেউ গুম হয়নি: তারেক রহমান

‘যেসব দল–ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে সাবধান থাকতে হবে’

সরকারব্যবস্থা থেকেই গণতান্ত্রিক চর্চা কার্যকর করতে হবে: তারেক রহমান

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

শেরেবাংলা-সোহরাওয়ার্দী-নজরুল-হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির প্রচার শুরু

আপনারা ভালা আছেননি—সিলেটবাসীকে সালাম দিয়ে তারেক রহমানের বক্তব্য শুরু