হোম > রাজনীতি

স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতায় করোনার বিস্তার লাভ করেছে : মির্জা ফখরুল

প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যর্থতায় করোনা বিস্তার লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর অডিটরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এ দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ায়। করোনার টিকা নিয়েও দুর্নীতি করছে। স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছেন, তাঁর লজ্জা-শরম বলতে কিছু আছে বলে মনে হয়।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের সব সুশীল সমাজ চাইছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ তার ও সরকারের ব্যর্থতার কারণে করোনা আজ বিস্তার লাভ করেছে।

এ সময় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও তিন আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি জেড মর্তুজা তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় উপজেলার ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান