রাজধানীর উত্তরায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল করা হয়েছে। উত্তরার হাউস বিল্ডিং এলাকার পাবলিক কলেজের সামনের সড়কে আজ বুধবার সকাল সাড়ে ৭টায় এ ঝটিকা মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে বিএনপির নেতা-কর্মীরা ‘সফল হোক সফল হোক, আজকের অবরোধ’, ‘চলছেই চলবে, অবরোধ অবরোধ’, ‘জিয়ার সৈনিক, এক হও—লড়াই করো’ স্লোগান দেন।
এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তোহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঝটিকা মিছিলের একটি তথ্য শুনতে পেয়েছিলাম। কিন্তু পুলিশ আসতে আসতে দু-এক মিনিটের মধ্যে তারা স্থান ত্যাগ করে পালিয়েছে।’
তিনি বলেন, ‘তারা ১২ থেকে ১৪ জন নিয়ে মিছিলটি বের করেছিল। কিন্তু দুই মিনিটের বেশি সময় তাঁরা থাকেননি।’