হোম > রাজনীতি

সংস্কারের সব ইতিবাচক সিদ্ধান্তকে সমর্থন জানাবে জামায়াত: নায়েবে আমির তাহের

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

সংস্কারের সব ইতিবাচক সিদ্ধান্তকে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে জানিয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা বলেছি এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।’

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সব ইতিবাচক সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে। আমরা বলেছি এই সংস্কার কমিশন সিদ্ধান্তে পৌঁছার পরে যাতে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য।’

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, ‘তাঁরা আমাদের সংস্কারের রিপোর্ট বই দেবেন, সেই বই পর্যালোচনা করে জামায়াত ইসলামী এবং সরকারের যে টিম রয়েছে তাঁদের সঙ্গে আলাদা বৈঠক হবে। সেখানে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাব।’

তাহের বলেন, ‘আমরা বলেছি, যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারে আমরা ঐকমত্য হলে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে উনারা তা করবেন।’

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদা জিয়ার শেষ দিনগুলো