জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি। আজ রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতারা।
গতকাল শনিবার আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের নতুন কমিটি নির্বাচিত হয়। টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। আর ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলীয় সভাপতি শেখ হাসিনা, সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্পাদকমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিলে কাউন্সিলররা তাতে সমর্থন জানান।
আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলীর ও সম্পাদক মণ্ডলীতে খুব একটা পরিবর্তন আসেনি।