হোম > রাজনীতি

মির্জা ফখরুলকে ‘মিস করেন না’ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে হাজতে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় তাঁকে মিস করেন কি না—এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি অভ্যাসগতভাবে তাঁকে মিস করেন না। তবে তিনি তাঁর অভাব বোধ করেন।

আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই অবস্থান ব্যক্ত করেন।

দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলামকে মিস করছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘না... তিনি থাকলে ভালো হতো। এই যে... মানে এটা... এমন একটা বিষয় যে কথাবার্তার মধ্য দিয়ে এটি একটি সুস্থ প্রতিযোগিতা। এতে গণতন্ত্রই লাভবান হয়। তো, এখন এখানে আইনের ব্যাপার যখন বাধা হয়ে দাঁড়ায় তখন তো করণীয় কিছু নেই। থাকলে ভালো হতো। উনি আমার কথার জবাব দেন, আবার আমি তাঁর কথার জবাব দিই। এটা একটা ইন্টারেকশন এক্সচেঞ্জ, এটা একটা ফাইন এক্সচেঞ্জ।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমি অভ্যাসগতভাবে মিস করা বলি, ওইভাবে বলতে চাই না। আমি বলছি, ওনার সঙ্গে প্রতিদিনই যে কথাবার্তা, যে কাউন্টার হয় সেই প্রসঙ্গে। বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনিও আক্রমণ শাণিত করেন। তো সেটার জবাব দিতে ভালো লাগে। আক্রমণ শাণিত করলে তার সঠিক উত্তরটাও আমাদের দিতে হয়। সেদিকটা অবশ্যই এখন অনুপস্থিত। এটা ঠিকই। মিসটিস এইগুলা বলতে চাই না।’

এ সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রসঙ্গে বলেন, ‘এই যে বিএনপির বর্তমান অনাবাসিক প্রতিনিধি রিজভী আহমেদ, ১০-১২ জন লোক নিয়ে বের হয়। কী করে? অসুস্থ একটা লোক। রিজভীকে দেখেও আমরা না দেখার ভান করি।’

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত