হোম > রাজনীতি

জুলাই জুড়ে এনসিপির কর্মসূচি, ৩ আগস্ট ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’সহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই পদযাত্রার লক্ষ্য ‘দেশ গড়তে জুলাইয়ের বার্তা’ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া।

আজ রোববার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম।

নাহিদ জানান, ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ৬৪টি জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে, যার নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

এই পদযাত্রা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এবং ক্রমান্বয়ে তা বাংলাদেশের ৬৪টি জেলায় যাবে—শহর থেকে গ্রামে, শহীদের কবরের কাছে।

নাহিদ ইসলাম আরও জানান, ১৬ জুলাইকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। এই দিনে আবু সাঈদ শহীদ হয়েছিলেন, এবং সেদিন থেকেই জুলাইয়ের শহীদদের প্রতি সম্মান জানিয়ে মিছিল শুরু হয়েছিল। দেশজুড়ে শহীদদের জন্য দোয়া-মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হবে।

নাহিদ ইসলাম বলেন, গত বছরের ৩ আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ-বিরোধী এক দফা ঘোষণা করা হয়েছিল। এবার একই দিনে শহীদ মিনারে ‘ছাত্র-জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি পালন করা হবে।

নাহিদ ইসলাম সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র সরকার দেওয়ার কথা বলেছিল এবং ৩০ কার্যদিবসের সময়ও দিয়েছিল। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি।’

তিনি আরও যোগ করেন, জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য এই ঘোষণাপত্র জরুরি। সরকার বলেছিল সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে এটি দেওয়া হবে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।

নাহিদ জানান, অভ্যুত্থান যেহেতু ছাত্র-জনতা করেছে, তাই ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই এই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে। সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে তা এই ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।

নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালন করা হবে।

এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠিত হয়েছে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

৩১ আসনে মনোনয়নপত্র জমা দিল জেএসডি

এনসিপিতে তিন ধরনের বিদ্রোহী নেত্রী

নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা জাসদের

জামায়াতের আমিরের হাতে নগদ টাকা আছে ৬১ লাখ

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না যুবশক্তি নেত্রী দ্যুতি

নির্বাচনে অংশ নিচ্ছেন না এনসিপি নেত্রী সামান্তা শারমিন

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ