হোম > রাজনীতি

বিএনপি নেতা এ্যানিকে নির্যাতন করা হয়নি, আদালতে মিথ্যা বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দুটি মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতন করা হয়নি বরং তিনি আদালতে মিথ্যা বলেছেন।’ 

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত শারদীয় উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ্যানি জামিন নেননি। তাই তাঁকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তাঁকে নির্যাতন করা হয়নি। কিন্তু তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন। (গ্রেপ্তারের সময়) তাঁর বাড়ির কোনো দরজা ভাঙা হয়নি। আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি মিথ্যা বলেছেন।’ 

ওয়ারেন্টভুক্ত আসামিদের জামিন নিতে আদালতে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু এ্যানি জামিন নেননি। তিনি আদালতে যা বলেছেন তা মিথ্যা। কারণ, তিনি নির্যাতনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। পুলিশ নির্যাতন করেনি তাঁকে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা প্রমাণ পাইনি। এ্যানি এখনো সাদাপোশাকে আছেন, যেটি তিনি পরেছিলেন।’ 

এ্যানির দরজা ভাঙার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সব সময় কাজ করে। তিনি আরও বলেন, ‘আমরা সব সময় বলি যে যাঁরা কোনো মামলার আসামি, তাঁরা আদালতে গিয়ে জামিন নেন। কিন্তু এ্যানি জামিন না নেওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে যায়। এটা পুলিশের দায়িত্ব।’ 

আসাদুজ্জামান খান বলেন, পুলিশ এ্যানির স্বজনদের দরজা খুলতে অনুরোধ করলেও তাঁরা পুলিশের ডাকে কোনো সাড়া না দিলে পরে পুলিশ দরজায় টোকা দেয়। 

১০ অক্টোবর পুলিশ এ্যানিকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পরে নাশকতার মামলায় আদালতে হাজির করে। মামলার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত