হোম > রাজনীতি

১০ মাসেই অন্তর্বর্তী সরকারের লেজেগোবরে অবস্থা: নুর

পটুয়াখালী প্রতিনিধি

গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের সভায় নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়। মাত্র ১০ মাসেই অন্তর্বর্তী সরকারের অবস্থা লেজেগোবরে হয়ে গেছে। এখন প্রয়োজন একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

আজ বুধবার পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘ভালো-মন্দ যাই হোক, একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে। আমরা শুরুর দিকে বলেছিলাম, দুই বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করুন, যেখানে সব রাজনৈতিক দল ও মতের প্রতিনিধি থাকবে।

জাতীয় সরকার গঠন না করার কারণেই এই সরকার মাত্র ১০ মাসে লেজেগোবরে তালগোল পাকিয়ে ফেলেছে। সে কারণেই আমরা বলছি, যে পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন এবং একটি নির্বাচনের ব্যবস্থা করেন।’

নুর বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ডিসেম্বরের মধ্যেই জন-আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের আয়োজন করুক। তারপরে নির্বাচিত যে সরকারই আসুক, সেটা বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ কিংবা ইসলামী আন্দোলন যেই হোক।

যে সরকার নির্বাচিত হবে, ওই সরকারের প্রতিনিধিরা যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে আমরা আবারও তাদের বিরুদ্ধে আন্দোলন করব। একটা নির্বাচিত সরকার লাগবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের স্থিতিশীলতা সম্ভব না।’

সংস্কার প্রসঙ্গে গণঅধিকারের সভাপতি বলেন, ‘জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা অনেকগুলো পরিবর্তনের কথা বলছি। যেমন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা। আর এই সংস্থাগুলোর সংস্কার যদি না হয়, তাহলে যেই লাউ সেই কদুই থাকবে।

সে কারণে আমরা বলছি, শুধু মৌলিক পরিবর্তন নয়, প্রয়োজনীয় সব সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। ফ্যাসিস্টদের বিচার এই সরকার চাইলেও করে যেতে পারবে না, কারণ বিচার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।’  

উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লার সভাপতিত্বে সভার বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্যসচিব মো. শাহ আলম শিকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান।

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে

সীমান্তে দুই বাংলাদেশি হত্যা, এনসিপির নিন্দা

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত, জুনায়েদ ও সাদিক