হোম > রাজনীতি

মঙ্গলবার ঢাকায় সমাবেশ করতে চায় জামায়াত, অনুমতি দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচন ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করবে দলটি। 

তবে জামায়াতকে সমাবেশর অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। এরপরও যদি তাঁরা সমাবেশ করার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আজ সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন জামায়াতের নেতারা। অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী। 

পুলিশ শেষমেশ সমাবেশের অনুমতি দেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ডিএমপিকে আগেই সমাবেশ করার বিষয়ে আমরা অবহিত করেছি। আশা করছি, সমাবেশ করতে প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’ 

অনুমতি না মিললে জামায়াত সমাবেশ করবে কি না জানতে চাইলে বুলবুল বলেন, ‘যদির লাইনে যেতে চাচ্ছি না। গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়েই ঢাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে জামায়াত। সেদিনের সমাবেশেই প্রমাণ হয়েছে যে, জামায়াতের কর্মীরা কতটা সুশৃঙ্খল। আশা করছি প্রশাসন এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা পালন করবে।’ 

এর আগে সিলেটে সমাবেশের অনুমতি চাইলেও নাকচ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। 

এদিকে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে কোনো বার্তা আসেনি।’ তবে ডিএমপির একটি সূত্র বলছে, জামায়াতের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন ইতিবাচক না হওয়ায় তাঁদের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। 

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শোকের মাসের প্রথম দিনে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠেয় বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।’ 

সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ই-মেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ