হোম > রাজনীতি

বিএনপিকে অবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন হবে। রাস্তার একপাশের সড়কে এই কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে দলটি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদলে থাকা ভাইস চেয়ারম্যান জেডএম জাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আবেদন করেছি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। ডিএমপি আমাদের নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে অনুমতি দিয়েছে।’ 

জেডএম জাহিদ বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করার জন্য অনুমতি পেয়েছি। সেখানে বসে মাইকে দুটি কথা বলাই আমাদের কর্মসূচি। আমরা চার ঘণ্টা বসব, অফিসের সামনের ফুটপাত থেকে সড়কের ডিভাইডার পর্যন্ত একপাশে বসতে পারব। আমাদের সিনিয়র নেতারা সেখানে বসবেন, বেলা ২টার সময় আমাদের কর্মসূচি সমাপ্ত হবে।’ 

পুলিশ কোনো শর্ত দিয়েছে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘যেভাবে আমরা অন্যান্য কর্মসূচি পালন করি, এটিও সেভাবে করা হবে।’

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

এদিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে জানিয়েছেন, যেকোনো দলের, শান্তিপূর্ণ যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ সব সময় সহযোগিতা করবে।’

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে