আগামীকাল রোববার আওয়ামী লীগ ঘোষিত শান্তি ও উন্নয়ন সমাবেশ সারা দেশের নেতা-কর্মীদের গুরুত্ব সহকারে পালনের নির্দেশনা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি অত্যন্ত গুরুত্ব সহকারে পালনের জন্য আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর শাখাগুলোকে সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।
আরও বলা হয়, হরতাল ও তথাকথিত আন্দোলনের নামে বিএনপি-জামায়াত ‘অপশক্তি’ যাতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলার জন্য সংগঠনের সব নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে অনুরোধ জানান ওবায়দুল কাদের।
আজ নয়াপল্টনের মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশকে দায়ী করে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
এদিকে সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগামীকাল হরতালের ডাক দেয় জামায়াত।