হোম > রাজনীতি

আওয়ামী লীগের বিরোধীরা এক হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের বিরোধীরা নির্বাচন সামনে এলে এক হয়ে যায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প সারা দেশে ছড়িয়ে আছে, এটা অস্বীকার করা যাবে না। স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ছদ্মবেশে টিকে আছে। এদের অনেকে এখন নব্য আওয়ামী লীগার হয়েছে। এমনকি তারা প্রকৃত আওয়ামী লীগারদের চেয়েও জোরে জয় বাংলা স্লোগান দেয়। কিন্তু তারা তাদের সাম্প্রদায়িক আদর্শ ত্যাগ করেনি। সুযোগ পেলে আবারও তারা মাথাচাড়া দিয়ে উঠবে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে।’

মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিজয়ের মহানায়ক। বিজয় অসম্পূর্ণ থেকে যেত শেখ মুজিবহীন বাংলাদেশে। বঙ্গবন্ধু স্বদেশে ফিরে না এলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায় সম্ভব হতো না।’

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘যখন পাকিস্তানি বাহিনী সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করছে, তখনো কেউ জানত না বঙ্গবন্ধুর আসলে কী হয়েছে। তাঁর বেঁচে থাকার জন্য ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে কৃতিত্ব দিতে হয়। তাদের কূটনৈতিক তৎপরতার কারণেই পাকিস্তান তাঁকে মৃত্যুদণ্ড দিতে পারেনি।’ 

আলোচনা সভায় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ড. বিমান বড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ অন্যরা।

এ টি এম মাছুমকে আহ্বায়ক করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

মুছাব্বির হত্যা দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার নির্মম বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ

পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: মুছাব্বির হত্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু