হোম > রাজনীতি

রাজপথ মুখরিত করে যুবলীগের মহাসমাবেশের পথে নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুবলীগের সুবর্ণজয়ন্তীর মহাসমাবেশে যোগ দিতে উৎসবের আমেজে খণ্ড খণ্ড ও বড় বড় মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানী। 

আজ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের সহযোগী সংগঠনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশস্থলে জমায়েত হতে শুরু করেন।

সকাল থেকে শাহবাগ, নীলক্ষেত, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে। সম্মেলন উপলক্ষে তৈরি বিভিন্ন রঙের টি-শার্ট ও ক্যাপ পরেছেন তাঁরা। অনেকের পরনে ছিল সবুজ রঙের পোশাক, অনেকে পড়েছেন নীল পোশাক।

তাঁদের হাতে হাতে শোভা পাচ্ছে নানা রঙের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিক ও বাংলাদেশের জাতীয় পতাকা। তাঁরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিচ্ছেন; বাদ্যযন্ত্র বাজিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে নিচ্ছেন। পিকআপে চড়ে তাঁরা মিছিল বের করেছেন। 

সমাবেশ দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। যুবলীগের পাশাপাশি ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসছে। 

সংগঠনটির নেতারা আশা করছেন, যুবলীগের মহাসমাবেশে ১০ লাখ নেতা-কর্মী যোগ দেবেন। 

গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘এই মহাসমাবেশের মধ্য দিয়ে রচিত হবে স্বাধীনতাবিরোধীদের প্রতিরোধে ইস্পাতকঠিন ভিত্তি।’

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ