মন্ত্রীত্ব হারিয়ে দেশ ছেড়ে কানাডা যাওয়ার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিনাবন্দরের ভিআইপি টার্মিনালের রজনীগন্ধার লাউঞ্জের একটি রুমে অপেক্ষা করছেন সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সময় কাটাতে কয়েকজনের সঙ্গে গল্প করছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
ডা. মুরাদ হাসান রাত ৯টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। তিনি এমিরেটস-ইকে ৮৫৮৫ এয়ারলাইনসে কানাডায় যাবেন। ১১টা ২০ মিনিটে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার সর্তে সূত্রটি আজকের পত্রিকাকে জানিয়েছেন, রজনীগন্ধা লাউঞ্জের কাচ ঘেরা রুমে বসে আছেন মুরাদ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইআপি টার্মিনালের গেট সূত্রে জানা গেছে, নিজের গাড়ি আনেননি মুরাদ। গেটে প্রবেশের পূর্ব ঘোষণা তালিকায় সাবেক প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য হিসেবে নাম উল্লেখ করা হয়নি। মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে প্রবেশ করেন তিনি।
ভিআইপি টার্মিনালে প্রবেশের পরই মুরাদকে ঘিরে বেশ কানাঘুষা তৈরি হয়। তবে নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে বিশেষ রুমে অবস্থান নেন মুরাদ।