হোম > রাজনীতি

চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে হবে: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের অর্থনৈতিক সংকটকে পুঁজি করে সাম্প্রদায়িক শক্তির সহায়তায় দেশকে আরও অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধী শক্তি আবারও চক্রান্ত করছে জানিয়ে সেই চক্রান্ত থেকে দেশকে রক্ষার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু।

আজ রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। 

হাসানুল হক ইনু বলেন, ‘কোনো অজুহাতেই বর্তমান সংকটকে পাশ কাটানো যাবে না। আমাদের অবশ্যই দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং যাবতীয় সমস্যা সমাধানের বাস্তববাদী সমাধান দিতে হবে। এর পাশাপাশি ঘোমটা পরা তালেবানি শক্তির অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।’ 

বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতির সংকট দেখা দিয়েছে উল্লেখ করে ইনু বলেন, ‘এই সংকট সমাধান করার পন্থা আছে। এটা সাময়িক সংকট। কিন্তু এই সাময়িক সংকটকে পুঁজি করে বিএনপি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত যারা করছে তারা অমানবিক রাজনীতি করছে। দেশবিরোধী রাজনীতি করছে। এটা মেনে নেওয়া যায় না। এই চক্রান্ত রুখে দিতে হবে এবং অর্থনীতির যে সাময়িক সংকট তার সমাধানও দিতে হবে। এ ছাড়া আর অন্য কোন বিকল্প নেই।’ 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ‘ঘোলা পানিতে মাছ শিকার করতে স্বাধীনতা বিরোধীরা তৎপর। স্বাধীনতার স্বপক্ষেরও দু-একজন এদের সঙ্গে তাল মিলিয়ে কথা বলছেন। জাতির জনককে হত্যার মধ্য দিয়ে এই দেশের রাজনীতির ধারা পরিবর্তন করা হয়েছে।’ 

আমির হোসেন আমু আরও বলেন, ‘জিয়াউর রহমান রাজাকার ও চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের নিয়ে সরকার গঠন করেছিলেন। খালেদা জিয়াও সেই ধারা অব্যাহত রেখেছে। বিএনপি আজ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে রাজনীতির মাঠ গরম করে মানুষকে বিভ্রান্ত করে এবং আন্দোলনের নামে দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে হত্যা করে এই দেশকে একটি সাম্প্রদায়িক বিষবাষ্পে আবার ঠেলে দিতে চায়। আজকে যারা এত দিন খালেদা জিয়ার চিকিৎসার নামে, তত্ত্বাবধায়ক সরকারের নামে যারা মাঠ গরম করতে পারেনি আজকে তারা বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আবারও সেই সুযোগ খুঁজছে। সঠিক ইতিহাস, সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরে তাদের এই অপপ্রচার মোকাবিলা করে ধূলিসাৎ করে দিতে হবে।’ 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম, এল) এর সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেনসহ প্রমুখ।

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ