হোম > রাজনীতি

নির্বাচনের পরিবেশ তৈরি হলে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি, জানালেন মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের পরিবেশ তৈরি হলে তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমেরিকা যে ভিসা নীতি প্রণয়ন করেছে, তা তৃণমূল বিএনপির মূল স্লোগান সুস্থ রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ। 

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক বিষয়ের ওপর তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে স্বল্প আয়ের মানুষের ওপর করের বোঝা না চাপানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা। 

অন্তরা সেলিমা বলেন, ‘বাজেটে যাদের করযোগ্য আয় নেই, তাদের ওপর কর আরোপ করা হয়েছে। এটা জবরদস্তিমূলক নীতি, তাই এ রকম বাজেট বলা বাহুল্য গরিববান্ধব নয়। কর আরোপের ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ চোখে পড়ে না। বরং নিম্ন আয়ের মানুষের চেয়ে উচ্চ আয়ের মানুষকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য আমরা দাবি জানাচ্ছি।’ 

কর্মসংস্থান ও বাজেটের বিভিন্ন প্রসঙ্গ টেনে অন্তরা সেলিমা বলেন, ‘দেশে ১৫ লাখ নতুন বেকার তৈরি হয়, কিন্তু বাজেটে নতুন কর্মসংস্থান তৈরির কোনো পরিকল্পনা নেই। সর্বজনীন পেনশন সম্পর্কে অর্থমন্ত্রী সুনির্দিষ্ট কোনো গাইডলাইন বা সুস্পষ্ট কোনো পদক্ষেপ তুলে ধরেননি। কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি চালিয়ে যেতে হবে, তবে ভর্তুকির হিসাব স্পষ্ট করতে হবে। দেশের বাজার অসাধু সিন্ডিকেটের হাতে চলে গেছে। এ জন্য সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এসব ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে অন্তরা সেলিমা বলেন, তৃণমূল বিএনপি চায় সবার অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যাতে দেশের সব নির্বাচনে জনগণের মতামত শতভাগ প্রতিফলিত হয়। 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান আফরোজা বেগম হ্যাপিসহ অন্যরা।

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে