হোম > রাজনীতি

নির্বাচনের পরিবেশ তৈরি হলে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি, জানালেন মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের পরিবেশ তৈরি হলে তৃণমূল বিএনপি ৩০০ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমেরিকা যে ভিসা নীতি প্রণয়ন করেছে, তা তৃণমূল বিএনপির মূল স্লোগান সুস্থ রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ। 

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সমসাময়িক বিষয়ের ওপর তৃণমূল বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে স্বল্প আয়ের মানুষের ওপর করের বোঝা না চাপানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা। 

অন্তরা সেলিমা বলেন, ‘বাজেটে যাদের করযোগ্য আয় নেই, তাদের ওপর কর আরোপ করা হয়েছে। এটা জবরদস্তিমূলক নীতি, তাই এ রকম বাজেট বলা বাহুল্য গরিববান্ধব নয়। কর আরোপের ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ চোখে পড়ে না। বরং নিম্ন আয়ের মানুষের চেয়ে উচ্চ আয়ের মানুষকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য আমরা দাবি জানাচ্ছি।’ 

কর্মসংস্থান ও বাজেটের বিভিন্ন প্রসঙ্গ টেনে অন্তরা সেলিমা বলেন, ‘দেশে ১৫ লাখ নতুন বেকার তৈরি হয়, কিন্তু বাজেটে নতুন কর্মসংস্থান তৈরির কোনো পরিকল্পনা নেই। সর্বজনীন পেনশন সম্পর্কে অর্থমন্ত্রী সুনির্দিষ্ট কোনো গাইডলাইন বা সুস্পষ্ট কোনো পদক্ষেপ তুলে ধরেননি। কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি চালিয়ে যেতে হবে, তবে ভর্তুকির হিসাব স্পষ্ট করতে হবে। দেশের বাজার অসাধু সিন্ডিকেটের হাতে চলে গেছে। এ জন্য সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এসব ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে অন্তরা সেলিমা বলেন, তৃণমূল বিএনপি চায় সবার অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যাতে দেশের সব নির্বাচনে জনগণের মতামত শতভাগ প্রতিফলিত হয়। 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান আফরোজা বেগম হ্যাপিসহ অন্যরা।

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক

গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ তারেক রহমানের অপেক্ষায় বাংলাদেশ: আমীর খসরু

হাদি আমার সন্তান সমতুল্য, গুলিবিদ্ধের সংবাদে মানসিকভাবে আহত হয়েছি: মির্জা আব্বাস

ওসমান হাদি আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছিলেন: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম