হোম > রাজনীতি

সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে রাষ্ট্রীয় প্রতিবাদের দাবি আলেম সমাজের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পর স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও পরাজিত শক্তি এখনো দেশে শান্তি বিনষ্ট করতে মরিয়া হয়ে আছে। সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই প্রোপাগান্ডার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।

আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘অন্তর্বর্তীকালীন সরকার: কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেওয়া আলেমেরা এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদের পতন ও সর্বশেষ ২০২৪–এর ছাত্র-জনতার স্বৈরাচার বিরোধী গণ-অভ্যুত্থানের সর্বক্ষেত্রেই গণমানুষের ক্ষোভ, অপ্রাপ্তি ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে মূল আকুতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের। তাই দেশের আইন, বিচার, সংসদ, প্রশাসন, অর্থ, শিক্ষা, শিল্প ও দেশপরিচালনার প্রতিটি ক্ষেত্রেই আমরা সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ চাই।’ 

কবি মূসা আল-হাফিজ বলেন, ‘দেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এমতাবস্থায় আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ দাবি করছি।’ 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মাওলানা আহমাদ আলী কাসেমী, ড. মাও. ওবায়দুল কাদের নদভী, (খেলাফত মজলিস) মাওলানা ফখরুদ্দীন (মজলিসুল মুফাসসিরীন মাওলানা আতাউল্লাহ আমীন, (বাংলাদেশ খেলাফত মজলিস) মাওলানা আবদুল্লাহ আল মাসউদ, মাওলানা আবদুল আখির, সৈয়দ মো. হাসান আজহারী প্রমুখ। সভায় সঞ্চালনা করেন আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ