হোম > রাজনীতি

বাংলাদেশ এখন পরাশক্তিগুলোর লড়াইয়ের ক্ষেত্র, এ জন্য দায়ী আওয়ামী লীগ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন আওয়ামী লীগের কারণে বাংলাদেশ পরাশক্তিগুলোর লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার আগে সমাবেশে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘এখন সবচেয়ে আশঙ্কার কথা, যেটা আমরা দেখতে পাচ্ছি—রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে আজকে বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর একটা মর্যাদার লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহার হচ্ছে। এটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। এ জন্য দায়ী আওয়ামী লীগ সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে এই পরিস্থিতি সৃষ্টি করেছে।’ 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে দলটির মহাসচিব বলেন, ‘নির্বাচনের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, সেটা প্রমাণিত হয়েছে। বিএনপি নির্বাচন চায়, তবে এ সরকারের অধীনে নয়। তাই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’ 

বিএনপি সংঘাত কিংবা গোলযোগ চায় না জানিয়ে ফখরুল বলেন, লক্ষ্য একটাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে শোভাযাত্রা বের হয়। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ অন্য নেতা-কর্মীরা এতে অংশ নেন।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত