হোম > রাজনীতি

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংলাপে সালাহউদ্দীন আহমেদ ও ‍নাহিদ ইসলামের সঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা।

এক দিনের বয়কটের পরে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার সকালে জামায়াতের তিন সদস্যদের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

জামায়াতের প্রতিনিধি দলে আছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। সংলাপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ৩০ টি দল ও জোটের প্রতিনিধি উপস্থিত আছেন।

আজ বুধবার জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল সংলাপ স্থলে আগে আসেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। সালাহউদ্দিন আহমেদ আসার পরে প্রথমে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় তিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নাহিদের সঙ্গে কোলাকুলির অনুরোধ করেন। তাহের ও নাহিদ কোলাকুলি করেন।

এর আগে আজ সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ আজকের পত্রিকাকে বলেন, সংলাপে যোগ দেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে চিন্তা করেছি।

মঙ্গলবারের সংলাপে কী কারণে অংশ নেননি এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা সংলাপস্থলে আনুষ্ঠানিকভাবে জানাব।’

সংলাপে সালাহউদ্দীন আহমেদ ও ‍নাহিদ ইসলামের সঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা।

সম্প্রতি লন্ডনে সফর করা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনে সম্ভাব্য দিনের কথা ঘোষণা করা হয় , যার মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে দাবি করে প্রতিবাদে গতকাল মঙ্গলবারের সংলাপ বয়কট করে দলটি।

পরে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। দলটিকে লন্ডন বৈঠকের বিষয়ে আশ্বস্ত করা হয় বলে সরকারি একটি সূত্রে জানা গেছে।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা