ঢাকা মহানগর ছাত্রদলের চারটি শাখার আহ্বায়ক কমিটি দিয়েছে ছাত্রদল। সোমবার রাতে সংগঠনের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজকের পত্রিকাকে জানান, আগে আংশিক কমিটি ছিল। সোমবার ওই কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।