হোম > রাজনীতি

শুক্রবার পল্টনে সমাবেশ করবে ইসলামী আন্দোলনও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল শুক্রবার মাঠে থাকার ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘আমাদের বিজয় না হওয়া পর্যন্ত মাঠে থাকব।’ 

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোরেলগঞ্জে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা প্রদান ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। 

প্রশাসনসহ শান্তিকামী মানুষকে বর্তমান সরকারের বিরুদ্ধে মাঠে নামার অনুরোধ জানান রেজাউল করীম। 

রেজাউল করীম আরও বলেন, ‘সব মহলের মানুষ আজ সরকারের বিরুদ্ধে। মানুষ চায় সুষ্ঠু, সুন্দর নির্বাচন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করা কোনো অন্যায় দাবি নয়।’ তিনি বিএনপিসহ সব দলকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘সরকার নির্বাচনে কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। মানুষের ভোটাধিকার আদায়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’ 

দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচনে প্রার্থীর ওপরে হামলা করে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের মডেল দেখিয়েছে। এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।’ 

সভাপতির বক্তব্যে দলের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘যে সংবিধান মানুষের ভোটের অধিকার দিতে পারে না, সে সংবিধান আমরা চাই না।’

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়