হোম > রাজনীতি

রওশনের সম্মানে ফাঁকা রাখা আসনে অন্য প্রার্থী দিল জাপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘরোয়া দ্বন্দ্বের জেরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেননি জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তাঁর আসনে (ময়মনসিংহ-৪) ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার রাতে জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য নিশ্চিত করেছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে আগে দলের মনোনয়ন ফরম নিতে হয়। এরপর রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়ে জমা দিতে হয়। 

মনোনয়ন ফরম বিক্রি শেষ করে গত রোববার ২৮৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে জাপা। তবে রওশন ও তাঁর পুত্র সাদ এরশাদের জন্য যেকোনো সময় মনোনয়ন ফরম কেনার সুযোগ রাখে দলটি। রওশনের সম্মানে ময়মনসিংহ-৪ আসনটি ফাঁকা রাখার কথা জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

জাপার সূত্রগুলো বলছে, অধিকসংখ্যক এবং পছন্দসই আসনে মনোনয়নের সুযোগ না পাওয়ায় এই প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন রওশন এরশাদ। বিশেষ করে রংপুর-৩ এ সাদের আসনে জি এম কাদেরকে মনোনয়ন দেওয়ায় জাপার চেয়ারম্যানের ওপর খেপেছেন তিনি। সাদ ছাড়াও আরও পাঁচজন অনুসারীকে পছন্দসই আসনে মনোনয়ন দিতে চান রওশন। তাঁরা হলেন জাপা থেকে বহিস্কৃত মসিউর রহমান (রাঙ্গা), দলের ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি কে আর ইসলাম, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনূর রশিদ ও হাবিবুল্লাহ বেলালী এবং যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন। কিন্তু সাদ এরশাদ ও কে আর ইসলাম ছাড়া অন্যদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সম্মত নন জি এম কাদের। এসব বিষয়ে দুই পক্ষের আলোচনা হলেও ছাড় দিচ্ছেনা কেউই। দলে কর্তৃত্ব এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ের জেরেই এই অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন জাপার অনেক নেতা।

নির্বাচনী প্রচারণা: প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান

তারেক রহমান টাঙ্গাইলে আসছেন শনিবার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

যাদের কারণে দেশে ফেরা, কেউ কেউ তাদের স্বীকার করতে চান না: জামায়াত আমির

জামায়াত এখন আর সিনে নাই, শুধু আতঙ্ক ছড়াচ্ছে: সেলিমা রহমান

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ৬ মাস, পিতৃত্বকালীন ১ মাসের ছুটির অঙ্গীকার

বছরে ৩০ হাজার তরুণের সামরিক প্রশিক্ষণের অঙ্গীকার এনসিপির

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ, যা আছে এতে