হোম > রাজনীতি

শিগগির দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তারেক রহমানের ফেরার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। যেকোনো সময় দেশে পা রাখবেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাঁটাবনের এক মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির এই নেতা। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানাননি। তবে তিনি দ্রুত দেশে ফিরবেন। তাঁর ফেরার প্রস্তুতি চলছে। যেকোনো সময় দেশে চলে আসবেন তিনি। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই তাঁর অপেক্ষায় আছে; তাঁর প্রতীক্ষায় আছে। তিনি এটা ভালোভাবেই বোঝেন।’

আসন্ন নির্বাচনে পোস্টার থাকা না থাকা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘পোস্টার না থাকলে অসুবিধা কী? আমার মনে হয়, এই আলোচনাগুলো নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গেই করবে। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে জনগণের অংশগ্রহণ থাকে, তার জন্য যা যা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমি নিশ্চিত।’

বিএনপির প্রতিনিধিদলের চীন সফর প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ-চীনের সম্পর্ক আগে থেকেই গভীর ছিল। জিয়াউর রহমান এটা প্রতিষ্ঠা করে গেছেন। সেই সম্পর্ক এগিয়ে যাবে সামনের দিকে। দুই দেশের বন্ধুত্বকে আমরা এগিয়ে নিয়ে যাব।’

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের