একটি মিউচুয়াল ফান্ডের ৪ কোটি টাকা বিনিয়োগে অনিয়ম হওয়ায় এক মাসের মধ্যে ৯ কোটি টাকা জমা দিতে হবে ফান্ডটির ব্যবস্থাপক প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে। তা না হলে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি টাকা জরিমানা করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।
বিএসইসি জানিয়েছে, ভ্যাগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (সম্পদ ব্যবস্থাপক) কর্তৃক ব্যবস্থাপনা করা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেডে ৪ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘিত হয়। এতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। তাই ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা ওই ফান্ডে ফেরত বা জমা দেওয়ার আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অর্থ ফেরত বা জমা দিতে ব্যর্থ হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ১০ কোটি টাকা অর্থদণ্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ওই অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এতে ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। তাই ট্রাস্টি বিজিআইসিকে এক কোটি টাকা অর্থদণ্ড করার সিদ্ধান্ত নেয়।