হোম > রাজনীতি

ফের হাসপাতালে খালেদা জিয়া, সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁকে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। 

শুক্রবার দিবাগত রাতেই চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন। 

শামসুদ্দিন দিদার জানান, রাত সোয়া ৩টার দিকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। তাঁর সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতেই সাংবাদিকদের জানান, হৃদ্‌যন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ৭৬ বছর বয়সী খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২০২০ সালের মার্চে দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর তাঁর দণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর বাসায় থাকতে গত বছর করোনায় আক্রান্ত হন তিনি। ২৭ এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৯ জুন বাসায় ফেরেন তিনি। বাসায় ফিরে করোনার টিকা নেন। গুরুতর অসুস্থ হলে ১২ অক্টোবর আবারও হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৭ নভেম্বর বাসায় ফেরার পরে সপ্তাহ না পেরোতেই ১৩ নভেম্বর আবারও হাসপাতালে নিতে হয় তাঁকে। এরপর থেকে ৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে এরই মধ্যে বিদেশে পাঠানোর জন্য অনুমতি চেয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আবেদন করা হয়। তবে সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত