হোম > রাজনীতি

গুম নিয়ে বিএনপির অভিযোগ হাস্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির গুমের অভিযোগকে হাস্যকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে ৭৬ জনকে গুমের কথা বলছে তার মধ্যে ১০ জন বিএনপির নেতা কর্মী মিটিং-মিছিল করছেন। দুজন কারাগারে রয়েছেন। আর ৩০-৩৫ জনকে আমরা খুঁজছি। তারা বিভিন্ন অপরাধে জড়িত। জাতিসংঘের মানবাধিকার প্রধান দেশে আসার পরে আমরা সব দেখিয়েছি। দু’একজনকে আমরা ফিরেও পেয়েছি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে অপরাজেয় বাংলা নামের একটি সংগঠনের আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দেশে ২১ হাজার লোককে হত্যা করা হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ২০০৫ সালে গুমের সংখ্যা ছিল ৪৬০। এটি আমাদের কথা নয়, আমেরিকান একটি ওয়েবসাইটে এই লিংক আপনারা পাবেন।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ডাকা সমাবেশকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের একটা খায়েশ রয়েছে, তারা নাকি ১০ তারিখ ঢাকায় এসে আমাদেরকে (আওয়ামী লীগ) তাড়িয়ে দেবে। সব আমরা ঢাকা ছেড়ে দেব, আর তারা এসে বসে থাকবে, দখল করবে! 

তারা (বিএনপি) নাকি মন্ত্রিত্ব গঠন করেছে। কে প্রধানমন্ত্রী হবেন, কে অর্থমন্ত্রী হবেন, কাকে না কি রাষ্ট্রপতি বানিয়ে তারেক জিয়াকে ক্ষমতায় নিয়ে আসবেন তারও নাকি একটা নীল নকশা হয়েছে; এসব শোনা কথা। আমরা এগুলো বিভিন্ন জনমুখে শুনছি। তারা এসব প্রচার করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ডাকে বাংলাদেশ আজকে যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন আবারও একটা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ তৈরি করার জন্য নীল নকশা করার জন্য তারা (বিএনপি) প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন আসাদুজ্জামান খান। 

নিত্যপণ্যের দামের প্রসঙ্গে মন্ত্রী জানান, ইউক্রেন হলো সারা বিশ্বের শস্যভান্ডার। গম, ভুট্টা ও চাল অধিকাংশ জোগান দেয় ইউক্রেন ও রাশিয়া। সেখানে চলমান যুদ্ধ কবে শেষ হবে জানি না। এখনো আমেরিকা-ইউরোপের চাইতে অনেক কম মূল্যে বাংলাদেশে নিত্যপণ্য পাওয়া যাচ্ছে।

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়—এমন কাজ বিএনপি করছে না: সেলিমা রহমান

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার