হোম > রাজনীতি

জুলাই অভ্যুত্থানে অবদান রাখা প্রবাসীদের সংগঠিত করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উদ্দেশ্য বাস্তবায়নে দলটি দিলশানা পারুলকে কো-অর্ডিনেটর করে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এই অ্যালায়েন্সের মূল লক্ষ্য হলো নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।

প্রবাসী বাংলাদেশিদের দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দিতে এ কমিটি বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করবে এবং তাঁদের জাতীয় রাজনীতির সঙ্গে সংযুক্ত করবে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা হলেন এশিয়া প্রতিনিধি হিসেবে ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী, জুবায়ের আহমেদ; মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে সাইফ সারোয়ার, ডক্টর মনির উদ্দিন আহমেদ; মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে আনামুল হক, আলমগীর আকাশ; ইউরোপ প্রতিনিধি হিসেবে ওমর ঢালী, মারজুক আহমেদ; যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে নুরুল হুদা, ইমা ইসলাম; যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে তারিক আদনান মুন, তাওহিদ তানজিম; কানাডা প্রতিনিধি হিসেবে মুনতাসীর মামুন, নাহিদ ইসলাম; অস্ট্রেলিয়া প্রতিনিধি হিসেবে সালওয়া শামস, উল্লাশ জায়েদ এবং কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে তাসনিম জারা, এহতেশামুল হক, মাহাবুব আলম।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা