হোম > রাজনীতি

সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে: তারেক রহমান

 কুমিল্লা প্রতিনিধি 

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘গত কিছুদিন যাবৎ আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন। যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা কোনো অস্থিরতা দেখতে চাই না।’

আজ মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছে। পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন, কৃষি বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য, বিচার ও নির্বাচনী ব্যবস্থা প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। আমরা চাই এখন দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ, দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হয়—সে জন্য দেশের স্থিতিশীলতা নিয়ে অত্যন্ত প্রয়োজন।’

তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এমন প্রশ্ন রাখেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা দেখছি কিছুসংখ্যক লোক, কিছুসংখ্যক ব্যক্তি বা কিছুসংখ্যক সংগঠন কথায় কথায় বলে ওঠে বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বলছে না। কিন্তু বিএনপি তো একটি রাজনৈতিক দল, আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবেই আমরা ভোট এবং নির্বাচন চাইব। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার।’

তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। আমাদের মূল স্লোগান হচ্ছে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে পারি, তাহলে এ দেশকে এবং এ দেশের মানুষকে ষড়যন্ত্র থেকে রক্ষা করা সম্ভব হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি, আমরা চাই এ সরকারকে সমর্থন করতে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কারণ, বাংলাদেশের মানুষ মনে করে এই অন্তর্বর্তীকালীন সরকার এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন, সেই কাজগুলো তারা করবে। এ দেশের মানুষের কাছে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিবে।’

কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল