এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় আজ সোমবার বিকেলে আলোচনায় বসছে মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
গুরুতর অসুস্থ হওয়ার পর গত শুক্রবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। শনিবার এনজিওগ্রাম করলে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক জটিল হওয়ায় সেখানে রিং পরানো হয়েছে। বাকি দুটি ব্লকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সময় শেষ হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার প্রকৃত অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।