হোম > রাজনীতি

গণঅধিকার পরিষদ

‘তালিকা করে ভারতীয়দের দেশছাড়া করা হবে’

আজকের পত্রিকা ডেস্ক­

বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের তালিকা করে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার গণঅধিকার পরিষদ আয়োজিত ‘ভারত হটাও বাংলাদেশ বাঁচাও’ শিরোনামে কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল হাইকোর্ট প্রাঙ্গণে যায়।

তারেক রহমান বলেন, ‘দেশে শিক্ষিত বেকার ৪ কোটি ২৮ লাখ। বিগত দিনে আমাদের এক উপদেষ্টা বলেছেন, ১০ লাখ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধু বক্তব্য দেওয়া, নাকি এই ১০ লাখ ভারতীয়কে বের করার ব্যবস্থা করবেন? আমাদের বেকার যুবকেরা চাকরি পাবেন না, আর তাঁরা কাজ করবেন?’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান। কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছেন। আমাদের খবর দেন। আমরা বিশেষ টিম গঠন করব, তাঁদের ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখব না। একটা একটা বের করে দেব। যতক্ষণ ভারতের আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।’

তারেক বলেন, ‘বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশপাশে যত বাঁধ আছে, সব ভেঙে দিতে হবে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেমন ব্রিজ-কালভার্ট ভেঙে দিয়েছিলেন, তেমনি আমরাও ভেঙে দেব। তাদের বলতে হবে, এটা মানবাধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ু নীতির পরিপন্থী। সরকারকে বলব, ছয় মাস সময় পেয়েছেন, কিন্তু আপনারা তিস্তা চুক্তি নিয়ে কেন মামলা করলেন না? আর মুখে মুখে কথা নয়। এমন সরকার চাই, যারা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে।’

ভারতীয় সীমান্ত বাহিনী নিয়ে এই নেতা বলেন, ‘কোনো যুদ্ধ ছাড়াই গত ১৬ বছরে তারা সীমান্তে ১ হাজার ১০০ মানুষকে হত্যা করেছে। তারা যদি এটা বন্ধ না করে, তাদের সেই পরিণতি ভোগ করতে হবে।’

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা