নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি। রওশন এরশাদের জন্য সেটা ফাঁকা রাখা হয়েছে।
আজ সোমবার বিকেলে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মহাসচিব বলেন, ‘ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তাঁর জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দিইনি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব।’