হোম > রাজনীতি

নাশকতার কথা বলে জনগণের সঙ্গে মশকরা করা হচ্ছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘তথ্য-প্রমাণ ছাড়া নিজেদের দোষ ঢাকতে নাশকতার কথা বলা হচ্ছে। এটা বলে জনগণের সঙ্গে মশকরা করা হচ্ছে।’ আজ রোববার দুপুরে ঢাকা নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন ও দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘নাশকতা হলে দেখার দায়িত্ব সরকারের। এটা খুব দুর্ভাগ্যজনক। সরকারের কথাবার্তা শুনে মনে হচ্ছে, তাঁরা মানুষকে দোষারোপ করছেন। অথচ নিজদের দোষ দেখেন, আপনি ব্যর্থ হয়েছেন। তা না করে দোষ ঢাকতে তারা এটা করছে। আমরা খুবই মর্মাহত, এটা বলে জনগণের সঙ্গে মশকরা করা হচ্ছে। জনগণের কষ্টের খবর নেই। আর তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কথা বললে দায়িত্ব নিয়ে, তথ্য-উপাত্ত নিয়ে কথা বলতে হবে। সাক্ষ্য-প্রমাণ নিয়ে কথা বলতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে গরিব মানুষের কষ্টার্জিত টাকায় লালনপালন করা হয়, যারা গাড়ি-বাড়িতে বিলাসী জীবন যাপন করছে। অথচ তাদের দায়িত্ব পালন করতে দেখছি না। তারা নিজেদের রক্ষায় কাজ করছে। নিজেরা নিজদের সুরক্ষিত করছে, নিজেদের উন্নতি করছে।’

অনেকগুলো মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। কিন্তু জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেননি—এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জনপ্রতিনিধিরা এখন জনগণের প্রতিনিধিত্ব করতে পারছেন না। সবারই একটি দায়িত্ব থাকে, সেটা সরকারি কিংবা জনপ্রতিনিধি হোক। এসব কাজে তারা ব্যর্থ হচ্ছেন এতে সন্দেহ নেই। ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পরেও চালু রাখা হচ্ছে। সবই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে। এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। আইনশৃঙ্খলা, নিয়মকানুন কেউ মানছেন না। সবাই পার পেয়ে যাচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছে। এর সব দায় সব সরকারের।’

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা