হোম > রাজনীতি

আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওনাদের (সরকার) একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ওনারা সংকট কাটিয়ে উঠেছেন। আসলে সংকট আরও গভীর করেছেন। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে।’ ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওনারা যদি এখনো সেটা উপলব্ধি না করেন, ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো নয়।

এর আগে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে।’  সংবাদ সম্মেলনে এই ‘অদৃশ্য শক্তি’ কে, জানতে চাইলে সোজা সাপ্টা উত্তর দেননি বিএনপির মহাসচিব। মুখে হাসি নিয়ে তিনি বলেন, ‘এটা আপনাদের বুঝে নিতে হবে।’

গত বছরের ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কারাবন্দী হওয়াসহ নানা কারণে দীর্ঘ সময় তাঁকে সংবাদ সম্মেলনে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর সংবাদ সম্মেলন করলেন তিনি। 

এই সংবাদ সম্মেলনে গত ৮ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তও তুলে ধরেন বিএনপির মহাসচিব।

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা