হোম > রাজনীতি

আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওনাদের (সরকার) একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ওনারা সংকট কাটিয়ে উঠেছেন। আসলে সংকট আরও গভীর করেছেন। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে।’ ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওনারা যদি এখনো সেটা উপলব্ধি না করেন, ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো নয়।

এর আগে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে।’  সংবাদ সম্মেলনে এই ‘অদৃশ্য শক্তি’ কে, জানতে চাইলে সোজা সাপ্টা উত্তর দেননি বিএনপির মহাসচিব। মুখে হাসি নিয়ে তিনি বলেন, ‘এটা আপনাদের বুঝে নিতে হবে।’

গত বছরের ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কারাবন্দী হওয়াসহ নানা কারণে দীর্ঘ সময় তাঁকে সংবাদ সম্মেলনে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর সংবাদ সম্মেলন করলেন তিনি। 

এই সংবাদ সম্মেলনে গত ৮ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তও তুলে ধরেন বিএনপির মহাসচিব।

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত