হোম > রাজনীতি

মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

এই গাড়িতে করেই মার্কিন দূতাবাসে যান খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ হয়। পরে বেলা সোয়া ৩টার দিকে গুলশানের বাসভবনে ফিরে যান বিএনপি চেয়ারপারসন।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন।

এদিকে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুই আলোচিত মামলা—জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত মামলা থেকে আজ মুক্তি পেয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার বাকি দুই আসামির সাজাও বাতিল করা হয়েছে।

এ ছাড়া আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহেরের আদালত দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দেন।

আরও খবর পড়ুন:

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল