হোম > রাজনীতি

গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ অভিমুখে গণঅধিকার পরিষদের (নূর-রাশেদ অংশ) কালো পতাকা মিছিলে মৃদু লাঠিচার্জ করেছে পুলিশ ৷ এতে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ অন্তত দশ নেতা আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার বিকেল ৪টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি বাধার মুখে পড়ে লাঠিচার্জের শিকার হন তাঁরা। এতে পণ্ড হয় দলটির পূর্বঘোষিত কর্মসূচি ৷ 

পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, ‘আপনারা দেখছেন আমার ঠোঁট ফেটে গেছে ৷ পুলিশের সঙ্গে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়েছে ৷ আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। আমি বলতে চাই, আমাদের এই মিছিল কি পুলিশের বিরুদ্ধে ছিল? তাহলে তারা কেন আমাদের ওপর হামলা করল, লাঠিচার্জ করল। আজকের এই প্রোগ্রামে কি লাঠিচার্জের নির্দেশনা ছিল? পুলিশ অতি উৎসাহী হয়ে লাঠিচার্জ করায় আমাদের নারী নেত্রী ফাতিমা তাসনিমসহ আরও অনেকেই আহত হয়েছেন।’ 

লাঠিচার্জের বিষয়ে জিজ্ঞেস করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘আজকের প্রোগ্রামের জন্য কোনো দলেরই অনুমতি ছিল না। সেই হিসেবে আমরা কাউকেই প্রোগ্রাম করতে দিইনি৷ অন্যরা আমাদের নিষেধ শুনেছে কিন্তু ওরা (গণঅধিকার পরিষদ) শোনে নাই ৷ তখন এ রকম হতে পারে।’ 

নূরুল হক বলেন, ‘জনগণের কোটি কোটি টাকা খরচ করে সংসদ পরিচালনা করতে হয়৷ আজ দেশে একটি ডামি নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশনে বসেছে ৷ আমরা এটার বিরোধিতা করে মিছিল নিয়ে বের হয়েছি, সেখানে পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমাদের এই কালো পতাকা মিছিলকে কাউয়া কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) বলেছে এটা শোকের মিছিল, কান্নার মিছিল। দেশে কোনো ভোট হয়নি, ভোট হলে এই কাউয়া কাদের রাস্তায় কা কা করে বেড়াতেন। একটা ভোটও পেতেন না।’

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামানসহ আরও অনেকে।

দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে

সীমান্তে দুই বাংলাদেশি হত্যা, এনসিপির নিন্দা

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত, জুনায়েদ ও সাদিক