লুটপাটের রাজনীতির জন্য দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন। অধ্যাপক এমাজউদ্দীন আহমদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের হাত দিয়ে গণতন্ত্র উদ্ধার সম্ভব নয়। সরকার মানুষকে না জানিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য উচ্চ সুদে ঋণ নিয়েছে।
বাংলাদেশ রিজার্ভ থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, দেশে রিজার্ভ কত আছে, তা মানুষ জানতে পারছে না। রিজার্ভ থেকে ঋণ নেওয়ার কোনো নিয়ম নেই। মেগা প্রজেক্টে তারা তাদের দেনা পরিশোধ করছে। কিন্তু সেইটা হিসাবে আনা হচ্ছে না। শ্রীলঙ্কার মতো মেগা প্রজেক্ট করে বাংলাদেশে মেগা লুটপাট চলছে।
এই বিএনপি নেতা বলেন, রিজার্ভ দেখিয়ে বাংলাদেশের মানুষকে হিসাব মিলিয়ে দিচ্ছে। তারপর এখন অঙ্ক মিলাতে পারছে না। যদি তাদের রিজার্ভের গল্প সত্য হয়ে থাকে, তাহলে কেন লিকুইড গ্যাস আনতে পারছে না। কেন ব্যাংকগুলোতে এলসি করতে গেলে এলসি করতে পারছে না।
আগামীতে ইভিএমের মাধ্যমে কারসাজি করে এ সরকার আবার ক্ষমতায় থাকতে চায় উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, সরকার মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করছে যে, তাদের হাত দিয়েই নাকি একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে। কিন্তু তারাই তো গণতন্ত্র চুরি করেছে, ডাকাতি করেছে।
প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীনকে স্মরণ করে খন্দকার মোশাররফ বলেন, ‘অধ্যাপক এমাজউদ্দীনকে হারিয়ে জাতীয়তাবাদী শক্তি তাদের অভিভাবককে হারিয়েছে। আমরা একজন সুপরামর্শককে হারিয়েছি।’